Thursday, June 9, 2011

চোখ জুড়ানো এবং মজার কিছু পাখির ফটোগ্রাফী


সুন্দর এবং মন কাড়া বিভিন্ন সৃস্টির মধ্যে পাখি অন্যতম। পাখি পছন্দ করে না এমন লোক খুব কমই পাওয়া যাবে। যারা গ্রামে থাকেন তারা জানেন, সকালে পাখির ডাকে ঘুম থেকে ওঠা কত মজার একটি ব্যাপার। যদিও শহরের লোকজনকে কাকের ডাক আর গাড়ীর শব্দ শুনে ঘুম থেকে উঠতে হয়। প্রকৃতির এই চমৎকার উপাদানটি আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমাদের ভবিষ্যত কোন এক প্রজন্ম হয়তো পাখি দেখতে পাবে না। আমরা যেমন এখন ডায়নোসর এর কাল্পনিক ছবি দেখে বলি, ‘এরা এক সময় এই পৃথিবীতে ছিল!’ তেমনি তারাও হয়তো তখন পাখির ছবি দেখবে আর এরকম মন্তব্য করবে। তবে আমরা সবাই আশা করি এমনটি কখনোই না ঘটুক। আল্লাহর এই অসাধারন সৃস্টি আমাদের মাঝে সব সময় থাকুক। এবার চলুন দেখা যাক পাখির কিছু ফটোগ্রাফী। ছবিগুলো আমার দারুন লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
2010-08-28_161125
মাছটা খাইতে মনে হয় মজাই হইবো
2010-08-28_161213
৩ জনে ৩টা ধরছি, কি মজা!
2010-08-28_161237
মেজাজটা একদমই ভাল নাই
2010-08-28_161309
এই লোকটা আমার ছবি তুলে ক্যান?
2010-08-28_161453
উফ! পানি বরফ হইয়া যাইতেছে
2010-08-28_161430
সব দেখি সাদা :-(
2010-08-28_161518
খবরদার! আমার এলাকায় আইবিনা কইলাম
2010-08-28_161609
সাইজে তো আমার অর্ধেকও না, অথচ ভাবটা দেখছো
2010-08-28_161634
আমি খামু! আমি খামু! আমি খামু! - তোদের খাওয়া লাগবো না, আমিই খাই :-)
2010-08-28_161727
আসতে চুলকাইস, নাইলে ব্যাথা পামু
2010-08-28_161651
কই আইলাম আমি!! :o
2010-08-28_161824
এক বছর ধইরা বাসা বানাইতাছি, তাও শেষ হয়না :-(
2010-08-28_161915
এইটা আবার কে?
2010-08-28_161956
পাইছি তরে! মনে করছস গর্তে ঢুকলে আর ধরতে পারমু না
2010-08-28_162045
একটা দানাও খাইতে দিবিনা! কি দোষ করছি আমি?
2010-08-28_162109
আহ! দুনিয়াতো দেখতে খারাপ না। কিন্তু কথা হইলো ক্ষিদা লাগছে, মায়ে কই?

No comments:

Post a Comment